top of page
Search

Boigram: একটা গ্রাম শুধুই বইয়ে ঠাসা, রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোড়ায়

আলিপুরদুয়ার: বাংলার প্রথম বইগ্রাম পানিঝোড়াতেই। বইকে ভালবেসে একটা গোটা গ্রাম। কেরল কিংবা মহারাষ্ট্রে এমন বইগ্রাম রয়েছে। এ রাজ্যে রাভাভাতখাওয়ার পানিঝোড়া প্রথম বইগ্রাম। শনিবার বিকালে এই বইগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা উপস্থিত ছিলেন এদিন। তিনি জানান, শিশুপাঠ্য থেকে চাকরির পরীক্ষার বইও থাকছে এই গ্রন্থাগারগুলিতে।

ree

পাইলট প্রজেক্ট হিসাবে এই প্রকল্প। দমনপুর হাই স্কুলের শিক্ষক তথা উদ্যোক্তা পার্থ সাহা বলেন, অনেক প্রচেষ্টার পর এটা হল। রাজ্যে এটাই প্রথম বই গ্রাম। তাঁর কথায়, “এই এলাকা আর্থ সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া। এখানে সাত থেকে আটটি আদিবাসী জনজাতি, রাজবংশী এবং সাধারণ মানুষ থাকেন। অনেকেই এখানে ‘ফার্স্ট জেনারেশন লার্নার’। করোনার পর এখানে স্কুলছুটের সংখ্য়া বেড়ে গিয়েছিল। তারা আজ আবার স্কুলে ফিরেছে, বইমুখী হয়েছে। এটাই বইগ্রামের উদ্দেশ্য। এখানে একাধিক লাইব্রেরি রয়েছে। ১৫টা ছোট গ্রন্থাগার, ১টা সেন্ট্রাল লাইব্রেরি আছে এই গ্রামে। গুগল করে যা দেখেছি সম্ভবত এটাই রাজ্যে একমাত্র বইগ্রাম।”

 
 
 

Comments


bottom of page